যৌন ইঙ্গিত রয়েছে এমন সব ইমোজি নিষিদ্ধ করার পথে ফেসবুক ও ইনস্টাগ্রাম


Odd বাংলা ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় আজকাল কথা যতটা না হয়, তার থেকে বেশি হয় ইমোজি আদানপ্রদান। এর একটা অন্যতম কারণ হল সোশ্যাল মিডিয়ায় ইমোজি আদান-প্রদান করেই কিন্তু কম কথা বলেই অনেকটা মনের ভাব প্রকাশ করা যেতে পারে। 

সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা যায় এমন ইমোটিকনস বা ইমোজির সংখ্যা কিন্তু কম নয়। এর মধ্যে থেকেই কয়েকটি ইমোজিকে ব্যান করল ফেসবুক ওবং ইন্সটাগ্রাম। বলা হচ্ছে এইসব ইমোজিগুলিতে নাকি যৌন আবেদন রয়েছে।

সোশ্যাল মিডিয়া থেকে যে ইমোজিগুলিকে নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে রয়েছে বেগুন, পীচ ফল এবং জলের ফোঁটা। একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে এইসব ইমোজিগুলি খুবই যৌন উদ্দীপক। তাই যৌন কাজকর্মের ইঙ্গিত দেয় এমন সব ইমোজি আর ব্যবহার করা যাবে না। 
Blogger দ্বারা পরিচালিত.