মুখ পুড়িযে রূপচর্চা, এ কেমন বিউটি থেরাপি


Odd বাংলা ডেস্ক: মুখে আগুন দিয়ে রূপচর্চা। চিকিত্সাবিজ্ঞানের সায় নেই। তবু ভিয়েতনামি  সুন্দরীদের এটাই লেটেস্ট ট্রেন্ড। রূপচর্চা বিষযটা খুব চলতি। মুখের বলিরেখা দূর করতে, ত্বক টানটান করতে, কিংবা নিজেকে স্রেফ সুন্দর করে তুলতে রূপচর্চা করে না, এমন মানুষ বিরল। পার্লারে কিংবা বাড়িতে, যেখানে হোক, রূপচর্চা চলছে চলবে। তা বলে এই কাজ করতে গিযে মুখে আগুন জ্বালানোর কথা ভেবেছেন কেউ! না, সরাসরি মুখের ত্বকে আগুন ধরিযে দেওযা হচ্ছে না। প্রথমে মুখ ঢেকে দেওযা হচ্ছে হালকা তোযালে দিযে তারপর এই তোযা়লেতে আগুন লাগিয়ে দেওযা হচ্ছে। কিছুক্ষণ পর আরেকটি ভারী তোযালে দিযে চাপা দিযে আগুন নিভিয়ে ফেলা হচ্ছে। আগুন দিযে রূপচর্চার এই অদ্ভুত পদ্ধতির নাম ফায়ার থেরাপি। এই থেরাপি ভিয়েনামে রীতিমতো জনপ্রিয়। 


Blogger দ্বারা পরিচালিত.