শ্রীনগরে ব্যর্থ বড়সড় নাশকতার ছক, উদ্ধার হল IED বিস্ফোরক


Odd বাংলা ডেস্ক: সিআরপিএফ এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর তত্‍‌পরতায় বৃহস্পতিবার এক বিরাট নাশকতার হাত থেকে পক্ষা পেল জম্মু ও কাশ্মীর। বৃহস্পতিবার শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক থেক বৃহস্পতিবার IED (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনি। 

সূত্রের খথবর, রোজকার মতো বৃহস্পতিবারও রুটিন তল্লাশি চালাচ্ছিলেন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনি। সেইমময়েই উদ্ধার করা হয় বিস্ফোরক। সিআরপিএফের মুখপাত্র পঙ্কোজ সিং জানান, জাতীয় সড়কের উপর একটি পরিত্যক্ত প্রেসার কুকার পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। তারপর সেটি খোলার পর তার ভেতর থেকে আইইডি উদ্ধার হয়। যাতে বিস্ফোরকের পরিমাণ ছিল ২ কেজি। সিআর পিএফ-এর তরফে জানা গিয়েছে, শ্রীনগরের পমপোরে শিল্পোদ্যোগ বিকাশ ইনস্টিটিউট-এর কাছ থেকে এই বিস্ফোরকটি উদ্ধআর করা হয়েছে। তবে কে বা কারা এমন কাণ্ড ঘটিয়েছে তা খুঁজে বের করতে শুরু হয়েছে তদন্ত। 
Blogger দ্বারা পরিচালিত.