সমুদ্রে ভেসে আসছে কিলো কিলো কোকেন, রহস্যের কিনারা করতে সমুদ্রতট বন্ধ করল প্রশাসন


Odd বাংলা ডেস্ক: অক্টোবর থেকে সমুদ্রের জলে ভেসে আসছে প্যাকেট ভরা কোকেন। আর সেই কারণেই দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের আটলান্টিক উপকূলে সমস্ত বিচগুলি বন্ধ করে দিতে বাধ্য হল প্রশাসন। সূত্রের খবর, অক্টোবরের মাঝামাঝি সময় থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত প্রায় ১০০০ কেজিরও বেশি পরিমাণ কোকেন উদ্ধার করা হয়েছে। উত্তরের দিকেও এই ধরণের প্যাকেট পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে। 

মঙ্গলবার ব্রিটানির পশ্চিমাঞ্চলে কারামেট-সুর-মের-এ পাঁচ কেজি পরিমাণে কোকেন উদ্ধার করা হয়েছে বলে খবর। এইভাবে প্রতিদিনই কিলো কিলো কোকেন ভেসে আসছে জলের সঙ্গে। পুলিশ এবং কাস্টমস অফিসার যৌথভাবে এই বিষয়টির ওপর কড়া নজরদারি চালাচ্ছেন। 

প্রসঙ্গত, এইধরণের মাদক শরীরের পক্ষে একদিকে যেমন মারাত্মক তেমনই এর বাজারদরও প্রচুর। কাস্টমস সূত্রে জানা গিয়েছে এগুলির আনুমানিক মূল্য কয়েক লক্ষ ইউরো হবে। কিন্তু কোথা থেকে আসছে এই বিপুল পরিমাণে কোকেন, তা নিয়ে এখনও ধন্দ রয়েইছে। তাই এই রহস্যের কিনারা না হওয়া পর্যন্ত সমুদ্রতটগুলি পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ যাতে নজরদারি এড়িয়ে বিচে প্রবেশ করতে না পারে তার জন্যও চলছে আকাশপতে নজরদারি।
Blogger দ্বারা পরিচালিত.