'আগে বই পড়তাম, গুগল সেই অভ্যেস নষ্ট করে দিয়েছে': নরেন্দ্র মোদী
Odd বাংলা ডেস্ক: প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ৫৯তম মন কি বাত অনুষ্ঠানে কিছু এনসিসি (ন্যাশনাল ক্যাডেট কর্পস)পড়ুয়াদের সঙ্গে বার্তালাপ চালানোর সময়ে বলেছেন একসময়ে তিনি বই পড়তেন আর গুগল সেই বই পড়ার অভ্যাসটা নষ্ট করে দিয়েছে। যা কিছু রেফারেন্সের প্রয়োজন তা আপনি এই শর্টকাটের মাধ্যমে পেয়ে যেতে পারেন।
প্রসঙ্গত, সেই অনুষ্ঠান চলাকালীন এক ছাত্রী তাঁকে প্রশ্ন করে যে, তিনি তো খুবই ব্যস্ত মানুষ, কিন্তু তার মধ্যেও কি তিনি টিভি বা সিনেমা দেখা বা বই পড়ার সুযোগ পান কি না। এই সম্পর্কে মোদী জানিয়েছেন, তাঁর সবসময়ে বই পড়ায় আগ্রহ ছিল, কিন্তু সিনেমা দেখায় তাঁর বিশেষ আগ্রহ ছিল না। নিয়মিত টেলিভিশনও দেখা হয় না তাঁর, তবে আগে কখনও কখনও ডিসকভারি চ্যানেল তিনি দেখতেন।
এরপর তিনি বলেন, আগে তিনি বই পড়তেন, তবে এখন তিনি খুব একটা বই পড়েন না, কারণ গুগল এই অভ্যেসটা নষ্ট করে দিয়েছে। কারণ তাৎক্ষণিকভাবে কোনও তথ্যের প্রয়োজন হলে গুগল আপনাকে সেই তথ্য দিয়ে দিতে পারে। নেহাত মজার ছলেই এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এরপর তিনি বলেন, আগে তিনি বই পড়তেন, তবে এখন তিনি খুব একটা বই পড়েন না, কারণ গুগল এই অভ্যেসটা নষ্ট করে দিয়েছে। কারণ তাৎক্ষণিকভাবে কোনও তথ্যের প্রয়োজন হলে গুগল আপনাকে সেই তথ্য দিয়ে দিতে পারে। নেহাত মজার ছলেই এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
Post a Comment