মিলে মিশে এক হওয়ার পথে আরও ২টি কেন্দ্রশাসিত অঞ্চল- বিল পেশ হবে সংসদে
Odd বাংলা ডেস্ক: একসঙ্গে মিশে যাবে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল- দমন ও দিউ এবং দাদরা নগর হাভেলি। শুক্রবার লোকসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রূ অর্জুন মেঘওয়াল। আর এর ফলস্বরূপ নভেম্বরের শেষ সপ্তাহে একটি বিল উত্থাপন করা হবে সংসদে। প্রসঙ্গত জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত নেওয়ার তিন মাস পরেই এবার অন্য দুটি কেন্দ্রশাসিত অঞ্চল এক করার পথে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, গুজরাতের পশ্চিম উপকূলে অবস্থিত দুটি কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউ এবং দাদরা নগর হাভেলির মধ্যেকার দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার। এখনও পর্যন্ত দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের আলাদা সচিবালয় রয়েছে এবং দিটির জন্য আলাদা বাজেটও নির্ধারণ করা হয়। দাদরা ও নগর হাভেলিতে মাত্র একটি জেলা এবং দমন ও দিউতে মাত্র দুটি জেলা রয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, দুটি কেন্দ্রশাসিত অঞ্চল এক হয়ে গেলে এর প্রশাসনিক কাজকর্ম আরও সুষ্ঠুভাবে করা সম্ভব হবে এবং প্রশাসনিক ব্যয়ও কম হবে।
এর আগে ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণার কথা বলেছিল কেন্দ্রীয় সরকার। জম্মু ও কাশ্মীর ও লাদাখ তৈরি হওয়ার পরে বর্তমানে দেশে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ৯টি। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ একসঙ্গে মিশে গেলে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হবে ৮টি। কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সংযুক্তিকরণ ঘটলে নতুন নামকরণ হবে দাদরা, নগর হাভেলি, দমন ও দিউ এবং এর সদর দফতর করা হবে দমন ও দিউ-এ।
Post a Comment