ভেঙে ফেলা হবে টালা ব্রিজ, সিদ্ধান্ত নিল রাজ্য সরকার


Odd বাংলা ডেস্ক: রাস্তা বন্ধ। তাই হচ্ছে যানজট। কিন্তু টালা ব্রিজের ভবিষ্যত যে ঠিক কী হবে সেটা নিয়েও ছিল বিস্তর প্রশ্ন এবং অবশেষে টালা ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল সরকার। শুক্রবার টালা ব্রিজের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে বৈঠক ছিল নবান্নে। সূত্রের খবর, এই বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সম্পূর্ণ ভাবে ভেঙে ফেলা হবে টাকা ব্রিজ। টালা ব্রিজের সংস্কার নিয়ে শুক্রবার দুপুর তিনটের সময় বৈঠক ছিল নবান্নে। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই বৈঠকে হাজির ছিলেন পুলিশ প্রশাসন এবং রেলের কর্তারা। সেই বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, শনিবার টালা ব্রিজ পরিদর্শনে যাবে রেল এবং পূর্তদফতর। ব্রিজ পরিদর্শনের করে ১৫ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট জমা দেবেন তাঁরা।
Blogger দ্বারা পরিচালিত.