ছেলে বেজাতে বিয়ে করেছে, তাই মাকে পালা করে গণধর্ষণ
Odd বাংলা ডেস্ক: গুজরাতের বনসকণ্ঠায় থাকে পরিবারটি। দিন কয়েক আগে নিগৃহীতা মহিলার ছেলে পছন্দের পাত্রীকে বিয়ে করে ঘরে আনেন। ছেলের পছন্দে পরিবারের কেউ আপত্তি করেন। বরণ করে বধূকে ঘরে তোলেন। কিন্তু, গোল বাধে প্রতিবেশীদের নিয়ে। ছেলে কেন বেজাতে বিয়ে করেছে, তা নিয়ে চারপাশে চাপের মুখে পড়তে হয় পরিবারটিকে। ঢাল হয়ে এগিয়ে আসে পাড়ার মোড়ল গোছের ষাটোর্ধ্ব ওই দুই ব্যক্তি। পরিবারটিকে সুরক্ষা দেওয়ার নামে এই দুই বৃদ্ধ প্রৌঢ়াকে জোর করে ধর্ষণ করে। পাঁচকান করলে ছেলের বিয়ে নিয়ে হেনস্থার মুখে পড়তে হবে বলেও শাসিয়ে যায়। কিন্তু, ওই দুই বৃদ্ধের অপকম্ম গোপন থাকেনি। নির্যাতিতাও মুখ বন্ধ করে থাকেননি। থানায় গিয়ে দু-জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন।
Post a Comment