Odd বাংলা ডেস্ক: লোকটাকে নিশ্চই আপনারা ভুলে যাননি। সার যো তেরা চকরায়ে, ইয়া দিল ডুবা যায়ে। ওই গানে আপনারা যাঁকে দেখেছেন তিনি আর কেউ নন, তাঁর নাম জনি ওয়াকার। হ্যাঁ ঠিক শুনেছেন। আর আজ তাঁর জন্মদিন।
জনি ওয়াকার নামটা আসলে তাঁর স্টেজ নেম ছিল। বিদেশী মদের কোম্পানির নামেই তিনি নিজের নাম রেখেছিলেন। আসল নাম হল বদরুদ্দিন জামালুদ্দিন কাজি। খুব দরিদ্র পরিবারে জন্মেছিলেন তিনি। সেই সময়ের বিখ্যাত অভিনেত্রী ছিলেন শাকিলা। এই শাকিলার প্রতি তাঁর মনে একটা জায়গা ছিল। কিন্তু অন্যদিকে শাকিলার বোন ভালোবাসতেন জনিকে। শাকিলার বিয়ে হয়ে যায় অন্য একজনের সঙ্গে। এবং জনি ওয়াকার বিয়ে করেন শাকিলার সেই বোনকেই। অশ্লীল ডায়ালোগ তিনি কোনোদিনই উচ্চারন করেননি। পাশাপাশি সারা জীবন মাতলের অভিনয় করে গেলেও কোনো দিনও মদ্যপান করেন নি।
Post a Comment