কতখানি রুদ্রমূর্তি ধারণ করবে ঘূর্ণিঝড় 'মহা', কী বলছে হাওয়া অফিস
Odd বাংলা ডেস্ক: ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণিঝড় মহা আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্ব ও মধ্য আরব সাগরের বুকে এক ভয়াবহ আকার ধারণ করবে। আবহাওয়া দফতরের তরফে লাক্ষাদ্বীপ-এর কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। বৃহস্পতিবার লাক্ষাদ্বীপে প্রবল বৃষ্টিপাত অনুভূত হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেরল, উপকূলীয় কর্ণাটক এবং দক্ষিণ তামিলনাড়ু জুড়ে বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইতে বজ্রপাত-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তার পরে বৃষ্টিপাত কমে গেলেও আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Post a Comment