অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম রায়ের পর জাতির উদ্দেশে কী বললেন নরেন্দ্র মোদী


Odd বাংলা ডেস্ক: অযোধ্যার বিতর্কিত জমি মামলায় সুপ্রিম কোর্টের রায় দানের পর আজ জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যায় বিতর্কিত জমিটি একটি সরকার পরিচালিত ট্রাস্টের হাতে দেওয়া হবে, যারা সেখানে মন্দির নির্মাণের কাজ দেখাশোনা করবেন। পাশাপাশি অযোধ্যাতেই মুসলিমদের প্রার্থনাকক্ষ (মসজিদ) নির্মাণের জন্য ৫ একর জমি দেওয়া হবে বলে রায় দেয় সুপ্রিম কোর্ট। এই রায় দানের মাধ্যমে গত কয়েক দশক ধরে চলতে থাকা অযোধ্যা জমি মামলাকে ঘিরে বিতর্কের অবসান হল -এমনটা বলাই যায়। 

আর এরপরই জাতির উদ্দেশে ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে যে বিষয়গুলির ওপর তিনি  লোকপাত করেছেন সেগুলি হল- 

১) আজ নভেম্বরের ৯ তারিখ, এই দিনে বার্লিনের প্রাচীরের পতন ঘটেছিল। আজই কার্তারপুর করিডোরটি ভারত-পাকিস্তানের উভয়ের জন্য খুলে দেওয়া হয়েছে। আর আজকের অযোধ্যা মামলার রায় সকলকে একসঙ্গে মিলে মিশে থাকার বার্তা দেয়। 

২) সুপ্রিম কোর্টের রায় আমাদের জন্য একটি নতুন দিন এনে দিয়েছে। এই রায়ের পরে, আমাদের উচিত একটি নতুন ভারতের জন্য কাজ করা। আসুন, একটি নতুন ভারত সূচনা করা যাক।


৩) আমাদের নিশ্চিত করতে হবে যে, কেউ পিছিয়ে নেই। আমাদের এটি নিশ্চিত করতে হবে যে, আমাদের সঙ্গে পথ চলতে গিয়ে কেউ পিছিয়ে পড়ে না।

৪) প্রতিটি নাগরিকের দায়িত্ব বেড়ে গিয়েছে। সকলকে আইনের শাসন অনুসরণ করার বিষয়টি নিশ্চিত করতে হবে।

৫) অযোধ্যা মামলার রায়টি দেখায় যে, সংবিধানের মধ্যে থেকেই সবচেয়ে কঠিন সমস্যাগুলির সমাধান করা যেতে পারে।

আরও পড়ুন- যে ৫ বিচারপতি হাত ধরে প্রকাশিত হল অযোধ্যা মামলার ঐতিহাসিক রায়, চিনে নিন তাঁদের

আরও পড়ুন- ভাগাভাগি নয়, মুসলিমদের বিকল্প জমি দেওয়া হবে এবং শর্তসাপেক্ষে বিতর্কিত জমি পাবেন হিন্দুরা: সুপ্রিম কোর্ট

আরও পড়ুন- অযোধ্যা মামলা: কবে কী ঘটেছে, ১৫২৭ থেকে ২০১৯ এক ঝলকে জানুন
Blogger দ্বারা পরিচালিত.