ইলিশ পেতে আর বাংলাদেশের ওপর নির্ভর করতে হবে না, উত্তরবঙ্গে শুরু বিশেষ ইলিশ গবেষণা


রাজ্য ডেস্ক: সেন্ট্রাল ফিশ রিসার্চ ইনস্টিটিউট (ব্যারাকপুর) সূত্রে জানা গিয়েছে, গঙ্গার উচ্চগতিতে নদীর মধ্যভাগে ইলিশের উত্পাদন বাড়ানোর লক্ষ্যেই মাছের গায়ে ট্যাগ লাগানো হচ্ছে। এই গবেষণার আরেকটি উদ্দেশ্য হল, গঙ্গায় ইলিশের পরিযায়ী পদ্ধতিকে বোঝার চেষ্টা করা। এর পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের দুটি দল ফরাক্কা থেকে এলাহাবাদ পর্যন্ত গঙ্গার দুপাশের বিভিন্ন রাজ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশের সুলতানগঞ্জ, রাজমহল, ভাগলপুর, পাটনা, বক্সার, বালিয়া, বেনারস ও প্রয়াগরাজের মানুষকে ইলিশের জীবনধারণ সম্পর্কে সচেতন করছে। বিশেষত মত্স্যচাষি ও ব্যবসায়ীদের ইলিশ নিয়ে বেশি সচেতন করা হচ্ছে।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার গবেষক শুভশ্রী পাল বলেন, ফিশারি গ্রাউন্ড তৈরি করার মানে- একটা সীমাবদ্ধ এলাকায় মাছ ছাড়া হচ্ছে। মাছের গায়ে মার্কিং করা হচ্ছে যাতে তাদের গতিবিধি লক্ষ করা যায়। এর মাধ্যমে কোথা থেকে তারা কোথায় যাচ্ছে সেটা জানতে পারা যাবে। হাতিদের যেমন করিডর থাকে নদীতে মাছেদের তেমন ফিশপাস থাকে। এই করিডর দিয়ে সমুদ্রের মাছ ডিম পাড়ার জন্য নদীতে আসে। গঙ্গায় বন্ধ হয়ে যাওয়া ফিশপাস খোলার চেষ্টা করা হচ্ছে। সেগুলি নানা কারণে, যেমন, দূষণ বা নদীভাঙনের জন্য, বন্ধ হয়ে য়েতে পারে।
Blogger দ্বারা পরিচালিত.