তেলতেলে চুলের হাত থেকে মুক্তির পেতে চান, মেনে চলুন এই সহজ উপায়
Odd বাংলা ডেস্ক: অনেকেই আছেন যাঁদের চুল খুব সহজেই অয়েলি হয়ে যায়। বিশেষত যারা প্রতিদিন বাইরে বেরোন তাদের স্ক্যাল্পের তৈলাক্ত ভাবের সঙ্গে বাইরের ধুলো-বালি মিশে গিয়ে তা চুলের গোড়ায় জমে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিছু খুব সহজ উপায় রয়েছে। জেনে নিন সেগুলি কী কী-
১) গ্রিন টি- গ্রিন টি-তে রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট, যা মাথার তালু থেকে অতিরিক্ত তেল নিঃসরণে বাধা দেয়। এরজন্য গ্রিন টি-এর লিকার স্নানের পর স্ক্যাল্পে ভাল করে মাসাজ করুন। ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন, উপকার পাবেন।
২) পাতি লেবু- তেলতেলে চুলকে সিল্কি করে পাতি লেবু। এর জন্য একটা গোটা পাতিলেবু এক কাপ জলে মিশিয়ে নিয়ে তা প্রতিদিন স্নানের পর চুলের গোড়ায় ভাল করে মাসাজ করুন। তারপর আর একবার ভাল করে চুল ধুয়ে নিন।
৩) অ্যালোভেরা জেল- ১ কাপ জলের সঙ্গে, ১ টেবিল চামচ লেবুর রস এবং ২-টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়ে মিশ্রণটি স্নানের আগে মাথায় ভাল করে মেখে নিন। ৫ মিনিট রেখে ভাল করে শ্যাম্পু করে নিন। এভাবে সপ্তাহে ২দিন ব্যবহার করতে অয়েলি স্ক্যাল্পের হাত থেকে মুক্তি পাবেন।
৪) ওটমিল- ওটমিল চুলের অতিরিক্ত তেল শুষে নিতে সাহায্য করে।তাই ওটসে খানিকটা গরম জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে তা মাথায় লাগান। এইভাবে মাথায় ১০ মিনিট রেখে তারপর শ্যাম্পু করে নিন।
৫) সপ্তাহে একবার হট অয়েল মাসাজ- এ অনেকটা তেলা মাথায় তেল দেওয়ার মতো। নারকেল তেলের সঙ্গে খানিকটা বাদাম তেল মিশিয়ে নিন। এবার একটি পাত্রে গরম জল নিন। এবার তেলের বাটিটি গরম জলের মধ্যে রাখুন। এবার ওই তেল মাথায় মাসাজ করুন। সারা রাত শাওয়ার ক্যাপ পরে ঘুমিয়ে পড়ুন। পরের দিন ভাল করে শ্যাম্পু করে নিন।
এই পদ্ধতিগুলি মেনে চললে তেলতেলে চুলকে বলুন বিদায়।
Post a Comment