স্বাস্থ্য: নারীর গোপনাঙ্গের দুর্গন্ধ দূর করার উপায়
Odd বাংলা ডেস্ক: গোপন অঙ্গের দুর্গন্ধের সমস্যায় পুরুষ বা মহিলা অনেকেই বিব্রত। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশি। অনেকেই লজ্জায় কারও সঙ্গে শেয়ার করতে পারেন না। আবার চিকিত্সকের পরামর্শ নেওয়ার কথাও ভাবেন না। কিন্তু গোপন অঙ্গে দুর্গন্ধের ফলে স্বাভাবিক যৌন জীবনে সমস্যা হতে পারে। দেখে নিন ঘরোয়া উপায়ে কী ভাবে এই সমস্যার সমাধান সম্ভব।
১) খুব ভালভাবে গোপন অঙ্গের যতœ নিন। সর্বদা পরিষ্কার থাকুন। ২) ভাল অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করুন। বাজারে নামজাদা কোম্পানির বডি ওয়াশ পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করুতে পারেন। ৩) গোপন অঙ্গে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও সুগন্ধী পাউডার ব্যবহার করুতে পারেন। ৪) টাইট অন্তর্বাস পরবেন না। গোপন অঙ্গে দুর্গন্ধ হলে ঢিলেঢালা পোশাক পরাই উচিত। ৫) ভাল কোম্পানির স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করুন। পিরিয়ডের সময় নিজেকে বাড়তি পরিছন্ন রাখুন। ৬) গোপন অঙ্গ পরিষ্কার করতে হালকা গরম জল ব্যবহার করুন। ৭) পারফিউম ব্যবহার না করাই ভাল। এতে সমস্যার সমাধান না হলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিত্সকের পরামর্শ নিন।
Post a Comment