আধার কার্ডে নাম-ঠিকানা-জন্ম তারিখ বদলাতে UIDAI নিয়ে এসেছে নয়া নিয়ম, জেনে নিন
Odd বাংলা ডেস্ক: আধার কার্ডে নাম, ঠিকানা বা জন্মতারিখ সংক্রান্ত যাবতীয় তথ্য যদি আপডেট করাতে হয়, তাহলে এই পদ্ধতিটি আপনার অবশ্যই জানা উচিত, কারণ UIDAI আধারে তথ্য আপডেটের ক্ষেত্রে নিয়ে এসেছে কিছু পরিবর্তন।
আধার কার্ড সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধানের জন্য UIDAI বেশ কিছু শহরে আধার সেবাকেন্দ্র শুরু করেছে যেখানে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য আপডেট করতে পারেন। পাশাপাশি এইসব কেন্দ্রে গিয়ে নতুন আধার কার্ড বানাতেও পারবেন৷
আধার সেবাকেন্দ্রের যাবতীয় পরিষেবা পেতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অনলাইনে৷ এইসব কেন্দ্রে যেসব পরিষেবার জন্য অ্যাপয়েনমেন্ট পাওয়া যাবে তা হল-
- নাম, ঠিকানা ও জন্মতারিখ আপডেট করা
- মোবাইল নম্বর আপডেট করা
- ই-মেল আইডি আপডেট করা
- জেন্ডার আপডেট করা
- বায়োমেট্রিক আপডেট করা
- নতুন আধার কার্ড তৈরি
অনলাইনে কীভাবে নেবেন অ্যাপয়েন্টমেন্ট?- এর জন্য প্রথমে UIDAI ওয়েবসাইটে(https://uidai.gov.in/) যেতে হবে৷ তারপর ক্লিক করুন My Aadhaar-এ৷ এরপর সেখান থেক 'Book An Appointment' অপশনে গিয়ে ক্লিক করতে হবে, এরপর শহর সিলেক্ট করে নিয়ে 'Proceed To Book An Appointment' এ ক্লিক করুন৷
এরপর নতুন একটি পেজ খুলবে, যেখানে থাকবে তিনটি অপশন৷ নতুন আধার, আধার আপডেট ও ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট৷ এরপর আপনার প্রয়োজনীয় অপশনে ক্লিক করুন৷ রেজিষ্টার্ড মোবাইল নম্বর, ক্যাপচা কোড ও ওটিপি এন্টার করলে আপনার অ্যাপ্লিকেশনটি যাচাই অর্থাত ভেরিফাই হয়ে যাবে৷ এরপর সেখানে দেওয়া ফর্মে আপনার প্রয়োজনীয় তথ্য দিন এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার সুবিধামতো বেছে নিন।
Post a Comment