'অগ্নিপথ' ছবিতে ঋত্বিকের ছোট বোনটিকে মনে আছে? আজ তাঁকে কেমন দেখতে, জানেন


Odd বাংলা ডেস্ক: ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ঋত্বিক রোশন এবং প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত ছবি 'অগ্নিপথ'-তে ঋত্বিকের ছোট বোনের চরিত্রে যে মেয়েটি অভিনয় করেছিলেন, তাঁর কথা নিশ্চয় অনেকেরই মনে আছে। মাত্র ১৫ বছর বয়সেই এত বড় বলি ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন কনিকা তিওয়াড়ি। দুষ্টু-মিষ্টি চেহারার এই অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতায় সকলের মন জয় করেছিলেন।

কনিকার জন্ম হয় বিহারে, ১৯৯৬ সালে ৯ মার্চ। ১৫ থেকে ১৯ বছর বয়সেই কনিকা তেলুগু ছবি বয় মিট গার্লস (২০১৪), কন্নড় ছবি রঙ্গন স্টাইল (২০১৪), এবং অভি কুমার (২০১৫) নামে একটি তামিল ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। পর্দার পিছনে তাঁর কিন্তু আরও একটা পরিচয় রয়েছে, তিনি হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠির তুতো বোন। দিদির কাছ থেকেই অভিনয়ের অনুপ্রেরণা পেয়েছিলেন কনিকা। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর। কালের নিয়মে সেই অভিনেত্রী আজ অনেকটাই বড় হয়ে গিয়েছে। এখন অগ্নিপথের সেই কিশোরীকে দেখলে আজ আর চেনাই যায় না। রইল তাঁর সাম্প্রতিক কিছু ছবি। 


View this post on Instagram

A post shared by KANIKA TIWARI (@kanikaa_tiwari) on




View this post on Instagram

A post shared by KANIKA TIWARI (@kanikaa_tiwari) on



View this post on Instagram

A post shared by KANIKA TIWARI (@kanikaa_tiwari) on
বর্তমানে কনিকা কিছু তেলুগু ছবিতে কাজ করছেন। একটি সাক্ষাতকারে জানিয়েছেন বলিউডে সলমন খান এবং রণবীর কাপুরের সঙ্গে কাজ করতে চায় সে। তাই এই দুই তারকার সঙ্গে কাজের সুযোগ পেলে ফের বলিউডে কামব্যাক করতে চায় কনিকা। 
Blogger দ্বারা পরিচালিত.