এটাই কি বিশ্বের সেই ক্ষুদ্রতম পাখি?- ছবি ভাইরাল নেট দুনিয়ায়
Odd বাংলা ডেস্ক: ছোটবেলা সাধারণ জ্ঞান বইতে সকলেই পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম পাখি হল হামিং বার্ড। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক পাখির ছবি যার আকার মানুষের আঙুলের নখের থেকেও ছোট। বলা হচ্ছে এটিই হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট পাখি হামিং বার্ড।
সেই পোস্ট-
ফেসবুক ইউজার ব্যান বয় শাহিদ নামে এক ব্যক্তি 'বন্ধুর মতো বন্ধু হব' নামে একটি ফেসবুক পেজে একটি ছোট্ট পাখির ছবি পোস্ট করে লিখেছেন, 'পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম পাখি হামিংবার্ড।এই প্রথম দেখলাম।' তবে তাঁর এই দাবি যে মিথ্যা, তার প্রমাণ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, যে ছবিটি আসল হামিংবার্ড নয়। এটি আদতে মার্কিন যুক্তরাষ্ট্রের এক শিল্পীর তৈরি মিনিয়েচার।
ছবিটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ১৫ হাজারবার শেয়ার হয়ে গিয়েছে। পোস্টটি রীতিমতো ফেসবুকে ভাইরাল। ফেসবুক ঘেঁটে দেখা গিয়েছে, 'মালিনিক মিনিয়েচার' নামে ফেসবুকে একটি পেজ রয়েছে। সেই পেজে ওই পাখির ছবিগুলির পাশাপাশি আরও বেশকিছু এইরকম মিনিয়েচারের ছবি রয়েছে।
মিনিয়েচারের সেই পেজটি-
জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এক মিনিয়েচার আর্টিস্ট ওইসব মিনিয়েচারগুলি তৈরি করেছেন। তাঁর ফেসবুক পেজে এমনই নানা ধরনের পাখির মিনিয়েচারের ছবি তিনি শেয়ার করেছেন। মার্কিন ভিত্তিক ওই মিনিয়েচার আর্টিস্টের নাম ইনা। তিনি আদতে ইওরোপের বুলগেরিয়ার বাসিন্দা, বর্তমানে তিনি মার্কিন মুলুকে বসবাস করেন। পলিমার ক্লে এবং ওয়্যার ব্যবহার করে তিনি এইধরণের মিনিয়েচারগুলি তৈরি করেন এবং অনলাইনে বিক্রিও করেন। আর প্রত্যেকটি পাখি আসলের মতো দেখতে হওয়ায়, তা যে আদতে মিনিয়েচার তা বোঝাই দায়।
Post a Comment