আট বছরের মেয়ের ঝুলিতে ২টি বিশ্ব রেকর্ড! জানেন কী করেছে সে?...


Odd বাংলা ডেস্ক: হায়দরাবাদের মেয়ে পিডিভি শারুদা, বয়স মাত্র আট, আর তাতেই ভেঙে ফেলেছে একাধিক রেকর্ড এবং পাশাপাশি ইতিমধ্যেই তার ঝুলিতে রয়েছে দুটি বিশ্বরেকর্ড। আর তার এই বিশ্ব রেকর্ড অনুমোদন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এলিট ওয়র্ল্ড রেকর্ড এলএলসি। 

একটা কাগজের টুকরোর সাহায্যে ফুল, পাখী, মাছ ইত্যাদি নানান জিনিস শখ করে আমরা সকলেই ছোটবেলায় তৈরি করেছি। কিন্তু মাত্র ২০ মিনিট সময়ের মধ্যে ১০২টি অরিগ্যামি মডেল তৈরি করেছে এই আট বছরের কিশোরী। শুধু তাই নয়, ২০ মিনিটের মধ্যে কোনও কিশোরী সর্বাধিক (৩৫০টি) সেরামিক টাইলস ভাঙার রেকর্ডও গড়েছে ছোট্ট শারুদা। প্রসঙ্গত, এই সেরামিক টাইল বিভাগে এতদিন একটি রেকর্ড ছিল উত্তর কোরিয়ার এক রেকর্ড হোল্ডার , যিনি ২৬২ টি টাইলস ভেঙেছিলেন। 

সংবাদ সংস্থাকে শারুদা জানিয়েছেন যে, সে ৩টি বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা করেছে এবং ২টি বিশ্ব রেকর্ড এবং বিভিন্ন জাতীয় ও রাজ্য রেকর্ড ভেঙেছে। সে আরও জানিয়েছে, গত এক বছর ধরে ক্যারাটে শিখছে সে এবং একটি গ্রিন বেল্ট অর্জন করেছে। সিরামিক টাইল ইভেন্টের জন্য, সে কঠিন  অনুশীলন করেছে। নিজের প্রশিক্ষকের সঙ্গে মিলে ৫ মিলিমিটার পুরু টাইলস ভাঙা অনুশীলন করেছে।

সংবাদ সংস্থাকে শারুদার ট্রেনার অশ্বিনী আনন্দ জানিয়েছেন, তিনি ব্ল্যাক বেল্ট দ্বিতীয় ডিগ্রি ডাব্লুকেইউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ২০১৭। পাশাপাশি আজকের দিনে প্রতিটি শিশুর জন্যই নিজের আত্মরক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রত্যেক ব্যক্তিকে ফিট থাকার জন্য এটিকে তাদের জীবনের একটি অংশ করে তুলতেই হবে। 
Blogger দ্বারা পরিচালিত.