রূপান্তরকামীদের জীবনযুদ্ধ নিয়ে IIT খড়গপুরের পড়ুয়াদের ছবি 'অফসাইড', প্রদর্শিত হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
ইন্দ্রাণী মুখোপাধ্যায়, Odd বাংলা: একজন রূপান্তরকামীকে দেখলেই সে নারী না পুরুষ সেই প্রশ্নই করে সমাজ। সমাজে রূপান্তরকামীদের স্থান কোথায় এই সামান্য প্রশ্নটুকু উঠলে আজও তার সদুত্তর মেলে না। তাঁদের হাঁটা-চলা, চলন-বলন সবকিছুই আতশকাঁচের তলায় রেখেই বিচার করা হয়। কিন্তু এই সমাজের বুকে আজও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যথেষ্ট বেগ পেতে হয় রূপান্তকামীদের। সমাজের সঙ্গে তাঁদের লড়াই তো নিরন্তর সেইসঙ্গে মানসিক লড়াইও রয়েছে।
রূপান্তরকামীদের টানাপোড়েনের গল্প এর আগেও ফুটে উঠেছে রুপোলি পর্দায়, তবে এবার রূপান্তরকামীদের জীবন তুলে ধরলেন আইআইটি খড়গপুরের পড়ুয়ারা। তাঁদের চোখে ছিল অনেক স্বপ্ন কিন্তু ছবি তৈরির জন্য ছিল না কোনও সরঞ্জাম। তাই কেবলমাত্র ডিএসএলআর ক্যামেরা দিয়েই তাঁরা করেছেন শ্যুটিং-এর কাজ।
শ্যুটিং চলছে... Image Source-Awaaz, IIT Kharagpur |
তাঁদের এই সিনেমার নাম 'অফসাইড'। মাত্র ১৩ মিনিটের এই সিনেমায় উঠে এসেছে এক রূপান্তরকামীর ফুটবলার হওয়ার স্বপ্ন। এর রূপান্তরকামীর প্রতিদিন একটু একটু করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার গল্পই ধরা পড়েছে তাঁদের ক্যামেরায়। মার্চ মাস থেকে শুরু হয় এই ছবির শ্যুটিং। ক্যাম্পাসের মধ্যেই চলেছে শ্যুটিং।
এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পায় এই ছবি। কলকাতা চলচ্চিত্র উৎসবে নিয়মিত দেখানো হচ্ছে অফসাইড। ছবির পরিচালনা করেছেন শাওন বাগ। চিত্রনাট্য লিখেছেন সায়ন দাশগুপ্ত। আর ছবির মুখ্য ভুমিকায় অভিনয় করেছেন বি-টেক তৃতীয় বর্ষের পড়ুয়া ইমন বর্মন। পড়াশোনার পাশাপাশি গবেষক পড়ুয়ারা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়েছেন এই ছবির কাজ। তাঁদের এই কাজের স্বীকৃতি দিল ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
Post a Comment