অযোধ্যা রায়ে খুশির মেজাজে কাশী ধাম, একইসঙ্গে চলল প্রার্থনা ও নমাজ পাঠ


Odd বাংলা ডেস্ক: অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায়ের পর কী প্রবাব পড়তে চলেছে কাশী ধামে! এই নিয়ে আশঙ্কার জাল বুনতে শুরু করেছিলেন উত্তরপ্রদেশের মানুষরা। কারণ এই রায়দানের পর কাশী-বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাপি মসজিদে কী হতে চলেছে এই প্রশ্নই তাড়া করে বেড়াচ্চিল অনেককে।

কিন্তু সমস্ত ভাবনা-চিন্তা ও আশঙ্কাকে দূরে সরিয়ে রেখে হাত ধরাধরি করে চলল প্রার্থনা ও নমাজ পাঠ। এদিন রায়দানের পর কাশী-বিশ্বনাথ মন্দিরে প্রার্থনায় মগ্ন ছিলেন হিন্দুরা এবং অন্যদিকে জ্ঞানবাপি মসজিদে শান্তিপূর্ণভাবেই নমাজ পাঠে অংশ নিয়েছিলেন হিন্দু ধর্মাবলম্বীরা। 

প্রসঙ্গত অযোধ্যা জমি বিতর্কের রায়দানের আগে কাশী বিশ্বনাথ মন্দির এবং জ্ঞানবাপি মসজিদ চত্ত্বরে  কড়া পুলিশি পাহাড়া মোতায়েন করা হয়েছিল। এবং আগামী বেশ কয়েকদিন এই মন্দির চত্ত্বর কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি থাকবে। তবে কয়েকশো বছরের পুরনো শহর কাশীতে বরাবরই হিন্দু ও মুসলিমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে এসেছেন। সেইমতোই সুপ্রিম কোর্টের রায় প্রদানের পরআগত হিন্দু পর্যটকরা দলে দলে এসেছিলেন কাশী-বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। আর মুসলিমরাও মগ্ন ছিলেন নমাজ পাঠে। 
Blogger দ্বারা পরিচালিত.