ইনকামিং কলে কতক্ষণ বাজবে রিংটোন, সময় বেঁধে দিল TRAI


Odd বাংলা ডেস্ক: ফোনের ইনকামিং কলের সময়ে ঠিক কতক্ষণ রিং হবে তা ঠিক করে দিল টেলিকম নিয়ন্ত্রক। ট্রাই-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, মোবাইল ফোনে রিংটোন বাজবে ৩০ সেকেন্ডের জন্য আর ল্যান্ডলাইনের ক্ষেত্রে তা হবে ৬০ সেকেন্ড। অর্থাৎ, যদি আপনি কাউকে মোবাইলে ফোন করেন, এবং তিনি যদি ফোন না ধরেন তাহলে ৩০ সেকেন্ড পর কেটে যাবে ফোন। 

এতদিন পর্যন্ত ভারতে ইনকামিং কল অ্যালার্টের জন্য কোনওরকম সময়সীমা নির্ধারিত ছিল না। টেলিকম অপারেটরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, ইনকামিং কলের রিং-টাইম কমিয়ে দেওয়া হবে, যাতে গ্রাহকরা মিসড কল দেখে তাদের নেটওয়ার্কে ঘুরিয়ে ফোন করতে পারে। সে ক্ষেত্রে তারা মিনিট প্রতি ৬ পয়সা করে ইন্টারকানেক্ট চার্জ (আইইউসি)পাবে। তবে এনিয়ে বহু অভিযোগও জমা পড়েছিল, আর তার পরেই ট্রাই ইনকামিং কলের রিং-টাইম নির্দিষ্ট করে দিল।

বেসিক টেলিফোন পরিষেবা ও মোবাইলফোন পরিষেবায়, সার্ভিস সংক্রান্ত শর্তাবলিতে সংশোধনী এনে TRAI-এর তরফে বলা হয়েছে, ইনকামিং কলের যদি উত্তর না দেওয়া হয়, তাহলে মোবাইলের ক্ষেত্রে রিংটোন বাজবে ৩০ সেকেন্ডের জন্য এবং টেলিফোনের জন্য তার সময়সীমা হবে ৬০ সেকেন্ড।
Blogger দ্বারা পরিচালিত.