মৃত হাতির স্মরণে তৈরি হল দেশের প্রথম হাতির স্মৃতিসৌধ
Odd বাংলা ডেস্ক: আমরা মানুষরা মৃত মানুষদের স্মরণে স্মৃতিসৌধ তৈরি করি। এক কথায় বলতে গেলে মানুষ আজীবন অমর হয়ে থাকে স্মৃতিসৌধের মধ্যে দিয়ে। কিন্তু একেবারে বাড়ির খুব পোষ্য ছাড়া পশুপ্রাণীদের স্মৃতিসৌধ তৈরি করার কথা সচরাচর কেউ খুব একটি ভাবেন না। কিন্তু জানেন কি দেশে এই প্রথমবার হাতিদের জন্য তৈরি করা হল স্মৃতিসৌধ।
ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ সংক্রান্ত একটি সংস্থা ওয়াইল্ড লাইফ এসওএস মথুরায় দেশের প্রথম হাতির স্মৃতিসৌধের উদ্ধোধন করল। মানুষের রোশের শিকার হয়ে, পাচার হয়ে অথবা প্রাকৃতিকভাবেই প্রাণ হারিয়ে যেসব হাতি তাদের স্মৃতির জন্যই তৈরি করা হয়েছে হাতির স্মৃতিসৌধ।তাজমহল থেকে প্রায় ২০ মাইল দূরত্বে এই হাতির স্মৃতিসৌধটি অবস্থিত, যা শুক্রবার উদ্বোধন করা হয়েছে।
#WildlifeSOS unveiled India's first #ElephantMemorial to honour #elephants that passed away due to trafficking & abuse.— Wildlife SOS (@WildlifeSOS) November 9, 2019
The memorial highlights 5 rescued elephants whose lives represent plight of captive elephants & why it is critical to ensure others do not suffer a similar fate pic.twitter.com/P2gjlLar5q
বিশেষত সার্কাস এবং পর্যটকদের চড়ার মাধ্যম হিসাবে হাতির ওপর যথেষ্ট অত্যাচার করা হয়, আর তার জেরেই যেসব হাতি প্রাণ হারিয়েছে তাদের নাম খোদাই করে, তৈরি করা হয়েছে মূর্তি।
Post a Comment