সীমান্ত পেরিয়ে এদেশে আসা এক পাকিস্তানিকে তাঁর দেশে পাঠাল ভারতীয় সেনা, সঙ্গে দিল চকোলেট ও উপহার


Odd বাংলা ডেস্ক: বিগত কয়েক বছরে একাধিক ইস্যুতে তলানিতে এসে ঠেকেছে ভারত-পাক সম্পর্ক। দুই প্রতিবেশি দেশের সম্পর্ক এখন আদায়-কাঁচকলায়। কিন্তু সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যেখানে রয়েছে মানবতার ইঙ্গিত। পাক অধিকৃত কাশ্মীরের এক বাসিন্দাকে তাঁর দেশে ফিরিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। 

ভারতীয় সেনাবাহিনী কর্মকর্তারা জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরবাদের পঞ্জকোটের বাসিন্দা ৩২ বছর বয়সী শাবির আহমেদ ১৭ মে, ২০১৯-এ নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে নিজের অজান্তেই ভারতে প্রবেশ করে। স্থানীয় তাঙ্গধর এলাকার মানুষের সহায়তায় ভারতীয় সেনাবাহিনীর তরফে তাকে আটক করা হয়। সেনাবাহিনীর তরফে তাঁকে চিকিৎসা পরিষেবাও প্রদান করা হয়েছিল এবং সম্মানের সঙ্গেই তাঁকে স্বাগত জানানো হয়েছিল। চিকিৎসার পাশাপাশি তাকে পরার পোশাক এবং তার থাকার ব্যবস্থাও করা হয় সেনাবাহিনীর তরফে। 



এরপর বৃহস্পতিবার দুপুরবেলা তাঁকে তাঙ্গধর সেক্টরের তিথওয়াল ক্রসিং পয়েন্টে এসে পাকিস্তানের তরফে ওই ব্যক্তিকে গ্রহণ করা হয়েছিল। শুধু তাই নয় যাওয়ার সময়ে ভারতীয় সেনার তরফে তাঁকে চকোলেট এবং উপহারও দেওয়া হয়। যদিও এই ঘটনা এই প্রথম নয়, এর আগেও ভারতীয় সেনার এই মানবতার দিক বারবার প্রকাশ্যে এসেছে। গত বছর ভারতীয় সেনা একটি ১১ বছরের পাক অধিকৃত কাশ্মীরের ছেলেকে পাকিস্তানে ফিরিয়ে দিয়েছিল। 

Blogger দ্বারা পরিচালিত.