বিশ্বাসভঙ্গ, দুর্নীতি ও ঘুষ নেওয়ার দায়ে অভিযুক্ত স্বয়ং দেশের প্রধানমন্ত্রী!


Odd বাংলা ডেস্ক: ঘুষ নেওয়া এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করেছেন ইজরায়েলের অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল আভিচাই মান্ডেলব্লিট তিন বছর ধরে তদন্তের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। প্রতারণা, দুর্নীতি এবং ঘুষ নেওয়ার মতো অভিযোগ রয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।

এদিন সংবাদমাধ্যমের কাছে তিনি সাফ জানিয়েছেন, বিশ্বাস ভঙ্গ, জালিয়াতি, প্রতারণা ও ঘুষ নেওয়ার অভিযোদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, ইজরায়েলের এক ব্যবসায়ীর থেকে উপহার হিসেবে ২ লক্ষ ৬৪ হাজার মার্কিন ডলার মূল্যের জিনিস গ্রহণ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। ঘটনাটি প্রকাশিত হয় ইজরায়েলের একটি সংবাদমাধ্যমে আর তার পরই আইন ও বিচার মন্ত্রকের নজরে আসে তাঁর দুর্নীতির কথা। 

তবে এই অভিযোগের ভিত্তিতে যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এমনটা নয়। তবে তাঁর পদত্যাগের দাবি যে উঠবেই সেকথা বলা বাহুল্য। 
Blogger দ্বারা পরিচালিত.