এক নয়া অধ্যায়ের সূচনার পথে ইসরো, মহাকাশে পাড়ি দিল ক্যাটোস্যাট-৩


Odd বাংলা ডেস্ক: আরও এক নতুন অধ্যায় সৃষ্টির পথে ইসরো। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ক্যাটোস্যাট-৩-এর সফল উৎক্ষেপণ করল ইসরো। বুধবার সকাল ৯টা বেজে ২৮ মিনিটে মহাকাশের উদ্দেশে রওনা দেয় কৃত্রিম উপগ্রহ ক্যাটোস্যাট-৩। 

ভারতের ওয়ার্কহর্স রকের্ট-এর ৪৯তম ফ্লাইট- পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পিএসএলভি সি ৪৭ (PSLV C47) রকের্টটি এদিন সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে য়াত্রা শুরু করেন। এদিন ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পিএসএলভি সি ৪৭-কে নিজ কক্ষপথে ঢোকানো সম্ভব হয়েছে। আর এর জন্য আমি স্যাটেলাইট টিমকে এত অসাধরণ একটি স্যাটেলাইট তৈরির জন্য এবং লঞ্চ ভেহিকেল টিমের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানাতে চাই।'

মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এমন স্যাটেলাইট নিয়ে কাজ করছিল, যা সীমান্ত পাহারা দিতে পারে। আর এর মধ্যে অন্যতম হল কার্টোস্যাট-থ্রি, যাকে ২৭ নভেম্বর মহাকাশে পাঠাল ইসরো। কার্টোস্যাট কৃত্রিম উপগ্রহটি কার্টোগ্রাফি বা মানচিত্রনির্মানকারী কৃত্রিম উপগ্রহ। এটি রিস্যাট সিরিজ কৃত্রিম উপগ্রহের অন্তর্গত। এই রিস্যাটের সাহায্যেই ভারত বালাকোটে হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে সমর্থ হয়েছিল। কার্টোস্যাট ছাড়াও ১৩টি অন্য কমার্শিয়াল ন্যানো ছিল।

কার্টেস্যাট-থ্রি হল এই সিরিজের তৃতীয় প্রজন্ম স্যাটেলাইট। এটির অত্যাধুনিক ক্যামেরা হাই রেজলিউশনের ছবি তুলতে সক্ষম। মাত্র ২৫ সেন্টিমিটারের জিনিসকেও আলাদাভাবে চিহ্নিত করতে পারে এই ক্যামেরা। আর এই ক্যামেরার সাহায্যেই সীমান্তে নজর রাখবে ভারতীয় সেনা। এসবের পাশাপাশি এই স্যাটেলাইট ডাটা নগর পরিকল্পনা, গ্রামীণ কাঠামোগত বিকাশ এবং উপকূলীয় এবং ভূমি কভার বিশ্লেষণে ব্যবহার করা হবে।

টিম ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও- 
Blogger দ্বারা পরিচালিত.