প্রকাশ্যে এল চন্দ্রযান-৩-এর দিনক্ষণ, জেনে নিন কবে চাঁদের বুকে পাড়ি জমাবে ইসরো


Odd বাংলা ডেস্ক: বহু প্রচেষ্টার পরও শেষ রক্ষা হয়নি। তীরে এসেও চাঁদের মাটি ছুঁতে পারেনি চন্দ্রযান-২। কিন্তু ব্যর্থতা ভুলে ফের ময়দানে নেমেছে ইসরো। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ২০২০ সালের নভেম্বর মাসেই নতুন মিশন শুরু করবে। তার তার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর কদমে প্রস্তুতি।  

সূত্রের খবর, গত অক্টোবর মাসেই সমগ্র প্যানেল এবং তিনটি উপ-কমিটি- সহ একাধিক কমিটি অক্টোবরে অন্তত চারটি উচ্চস্তরীয় বৈঠক করা হয়েছে। প্রসঙ্গত, বিজ্ঞানীরা জানিয়েছেন, চন্দ্রযান-২-এর অরবিটারটি এখনও সঠিকভাবে কাজ করে চলেছে এবং নিয়মিত চাঁদের ছবিও প্রকাশ করছে। অতএব এবার, কেবল নতুন ল্যান্ডার এবং রোভার তৈরির অপেক্ষা। 

এর আগে ইসরোর প্রধান কে শিবন জানিয়েছিলেন, এটা ঠিক যে চন্দ্রযান-২ চাঁদের বুকে সফট ল্যান্ডিং করতে পারেনি। তবে সমস্ত প্রযুক্তি কিন্তু চাঁদের পৃষ্ঠ থেকে ৩০০ মিটার পর্যন্ত কার্যকর ছিল। ইসরো ইতিমধ্যেই সাইট নির্বাচন, নিখুঁত নেভিগেশন এবং স্থানীয় নেভিগেশনের মতো দিকগুলির অনুসন্ধান করতে শুরু করেছে এবং তিনি আশা করেন এবার চাঁদে সফল অবতরণ সম্ভব হবে।
Blogger দ্বারা পরিচালিত.