তুষারাবৃত উপত্যকায় রাত জেগে টহল দিচ্ছেন সিআরপিএফ জওয়ান, মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়


Odd বাংলা ডেস্ক: দেশের সুরক্ষা ও নিরাপত্তা যাঁদের কাঁধে সেই ভারতীয় সেনারা শীত-গ্রীষ্ম-বর্ষা নির্বিশেষে প্রকৃতির খামখেয়ালিপনা উপেক্ষা করে দিনের পর দিন নিজেদের দায়িত্ব পালন করে আসছেন। তাঁদের এই আত্মত্যাগের জন্যই কিন্তু দেশবাসী প্রতিদিন রাতে শান্তির ঘুম ঘুমোতে পারেন। 
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে একজন সিআরপিএফ সেনা কীভাবে নিজের কর্তব্য পালন করে চলেছেন। প্রসঙ্গত, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে শুরু হয়ে গিয়েছে তুষারপাত। আর সেই তুষারপাতের মধ্যেই উপত্যকায় টহল দিচ্ছেন একজন সিআরপিএফ জওয়ান। 



একজন উচ্চপদস্থ সেনা অফিসার ওই সিআরপিএফ জওয়ানের ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে অন্ধকার নেমেছে, বরফে ঢাকা পড়েছে চারিদিক। তারই মধ্যে একজন জওয়ান দাঁডি়য়ে নিজের কর্তব্য পালন করছেন। তাঁর দায়িত্ববোধকে কুর্নিশ জানিয়েছে নেটিজেনরা 

Blogger দ্বারা পরিচালিত.