কর্মক্ষেত্রে মহিলাদের চশমা পরার ওপর নিষেধাজ্ঞা, নেটজুড়ে নিন্দার ঝড়


Odd বাংলা ডেস্ক: আজকাল চশমা পরাটা হয়তো একটা স্টাইল স্টেটমেন্ট,কিন্তু বহু মানুষই রয়েছেন যাঁদের জীবনে চশমা একটা অবিচ্চেদ্য অঙ্গ। কিন্তু কর্মক্ষেত্রে যদি চশমা পরারা ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়, তাহলে কেমন হবে! 

ঠিক এমনই সিদ্ধান্ত নিয়েছে জাপানের কিছু কোম্পানি। তারা কোম্পানির মহিলা কর্মচারীদের চশমা পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিয়ে কিছু রিটেল চেইনের বক্তব্য হল, অনেক মহিলাই নিজের স্নিগ্ধ লুকের জন্য চশমা পরেন। কিন্তু সবার ক্ষেত্রে কারণটা তো তা নয় বহু মানুষ প্রয়োজনেই চশমা ব্যবহার করেন। 

অন্যদিকে বিউটি সেক্টরের সঙ্গে যুক্ত কোম্পানিগুলি দাবি চশমা পরলে মহিলারা ভাল করে মেকআর করতে পারেন না। পাশাপাশি এয়ারলাইনস-এর সঙ্গে যুক্ত মহিলাদেরও সুরক্ষার স্বার্থে চশমা না পরাই উচিত। সম্প্রতি #glassesareforbidden হ্যাশট্যাগটি জাপানে খুবই জনপ্রিয় হয়েছে। নেট দুনিয়ায় ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বহু মহিলা এই নিয়মকে জড়বুদ্ধিতার পরিচয় বলে মনে করছেন। 
Blogger দ্বারা পরিচালিত.