Jharkhand Election 2019: ঝাড়খণ্ডে জোটের রাজনীতি থাকবে কি?
Odd বাংলা ডেস্ক: ডিসেম্বর মাসে বিধানসভা নির্বাচন ঝাড়খণ্ডে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড কেন্দ্রে এনডিএ-র শরিক হলেও ঝাড়খণ্ডে বিজেপির সঙ্গে জোট ছাড়াই লড়বে বলে একপ্রকার স্পষ্ট। ঝাড়খণ্ডের এক বিজেপি নেতা জানিয়েছেন যে সেই রাজ্যে কোনওদিনই বিশেষ সুবিধে করতে পারেনি জেডিইউ। ঝাড়খণ্ডে ৮১টি আসনের মধ্যে ৬৫টি দখল করার লক্ষ্যমাত্রা রেখেছে বিজেপি। তাই সবকটি আসনেই তারা প্রার্থী দিতে চাইছে। ২০০০ সালে বিহারের থেকে আলাদা হয়ে পৃথক ঝাড়খণ্ড রাজ্যের জন্ম হওয়ার পর থেকে তিনটি বিধানসভা নির্বাচন হয়েছে এখানে। কোনও দলই এখানে কোনও দিনও সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ২০০৫ ও ২০০৯-এর ভোটে এখানে জোট করে লড়েছিল বিজেপি ও জেডিইউ। ২০০৫-এ ৬টি আসন পেলেও ২০০৯-এ তা কমে ২টি আসনে দাঁড়ায়। ২০১৪-র বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ডে একটিও আসন পায়নি জেডিইউ।
Post a Comment