Jharkhand Election 2019: বিরোধীরা এক চুল জায়গাও পাবে না, বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা


Odd বাংলা ডেস্ক: বিরোধীরাও এখনও পর্যন্ত কার্যকরী কোনও জোট গড়ে তুলতে পারেনি। ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অজয় কুমারের পদত্যাগের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি কংগ্রেস। এজয় কুমার তাঁর শেষ চিঠিতে দলের প্রবীণ নেতা সুবোধ কান্ত সহায় এবং প্রদীপ বালমুচুর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। কংগ্রেসের বর্তমান নেতৃত্ব এখনও একযোগে কাজ করে উঠতে পারেনি। সম্প্রতি রাঁচিতে নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন দলের সদস্যরা। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কংগ্রেসের সঙ্গে যদি যায়ও, সেক্ষেত্রে তারা কতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সে কথা স্পষ্ট করেনি। ঝাড়খণ্ড বিকাশ মোর্চা এবং আরজেডি-র মত দলগুলির পরিকল্পনাও এখনও অস্পষ্ট।
Blogger দ্বারা পরিচালিত.