মহারাষ্ট্রের মতো ঝাড়খন্ডে বিজেপিকে জোট করতে হবে না: রঘুবর দাস


Odd বাংলা ডেস্ক: মহারাষ্ট্রে বিজেপি নির্বাচনে যে ধাক্কা খেয়েছে তার কোনও প্রভাব ঝাড়খণ্ডের ভোটে পড়বে না। “এখানকার পরিস্থিতি পুরোপুরি আলাদা। ঝাড়খণ্ডের মত ২৬ শতাংশ জনজাতির বাস মহারাষ্ট্র এবং হরিয়ানায় নেই। আমরা নিশ্চিত ভাবেই জিততে চলেছি।” শাসক দল রঘুবর দাস সরকারের কাজ নিয়ে প্রচার চালাবে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, তাঁর সরকার প্রধানমন্ত্রী-কিসান, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এবং উজ্জ্বলার মত কেন্দ্রীয় সরকারি প্রকল্প সফলভাবে চালু করেছেন। একইসঙ্গে স্টার্ট আপেও উৎসাহ দেওয়া হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.