#উপনির্বাচন: করিমপুরে জয়প্রকাশ মজুমদারকে লাথি মারল দুষ্কৃতিরা


রাজ্য ডেস্ক: পিপুলখোলার ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। সেখানে যেতেই তাঁর গাড়ি ঘিরে ধরে দুষ্কৃতীরা। আর গাড়ি থেকে নামতেই চলে কিল, চড়, ঘুষি। একজন তো এক লাথি মারে জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে। রাস্তার ধারে ঝোপের মধ্যে পড়ে যান জয়প্রকাশ মজুমদার।

কেন্দ্রীয় বাহিনী এসে তাঁকে উদ্ধার করার পর জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেন তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। রাজ্যের গণতন্ত্রের ওপর আঘাত করছে মমতার বাহিনী। অভিযোগ করেন তিনি।


Blogger দ্বারা পরিচালিত.