জয়ললিতার চরিত্রে অভিনয়ের জন্য হরমোনের ওষুধ খেতেন কঙ্গনা!


Odd বাংলা ডেস্ক: কঙ্গনা রানাউতের পরবর্তী ছবি 'থালাইভি' -তে প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ জয়ললিতার চরিত্রে অভিনয় করতে চলেছেন। ছবিতে কঙ্গনার লুক ইতিমধ্যেই সকলের মোবাইল স্ক্রিনে ঘুরছে। তবে তাঁর নিয়ে নিন্দুক নেটিজেনরা কিন্তু কম কথা বলছেন না। অনেকেই বলছেন জয়ললিতার লুকে নাকি একেবারেই মানাচ্ছেনা কঙ্গনাকে। 

কিন্তু নিন্দুকরা যা-ই বলুক না কেন, বিশেষত বায়োপিকে একজন অভিনেতা বা অভিনেত্রীকে কিন্তু চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য বহু সাধ্য-সাধনা করতে হয়। কঙ্গনাও কিন্তু এর ব্যতিক্র নন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে কঙ্গনা জানিয়েছেন, জয়ললিতার চরিত্রে অভিনয় করার জন্য তিনি নাকি হরমোবের ওষুধ খেতেন। কঙ্গনা আরও জানিয়েছিলেন, তিনি যেহেতু লম্বা এবং রোগা এবং তাঁর মুখের আদল কৌণিক, গোল মুখ নয়, তাই চেহারাতে বদল আনতেই নাকি কম ডোজের হরমোনের ওষুধ খেতেন তিনি। 

পাশাপাশি খাদ্যতালিকায় তিনি এমন খাবার রাখতে শুরু করেন যা, ওজন বাড়াতে সাহায্য করে। পরিচালক এএল বিজয় এই ছবিতে বহুমুখী প্রতিভাধর রাজনৈতিক ব্যক্তিত্ব জয়ললিতার জীবন ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। তিনি এমন একজন ব্যক্তিত্ব, যিনি তাঁর জীবনে এক বিরাট শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছেন। একজন ভারত নাট্যম শিল্পী হিসাবে তার যা চেহারা ছিল পরবর্তীকালে রাজনীতিতে যোগ দিয়ে তাঁর চেহারায় আমুল পরিবর্তন আসে। একবার একটি দুর্ঘটনার কবলে পড়ে চিকিৎসার জন্য তিনি স্টেরয়েড নেওয়া শুরু করেন। তাঁর জীবনের প্রতিটি বাঁকে তাঁর শারীরিক পরিবর্তনও নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন কঙ্গনা। 
Blogger দ্বারা পরিচালিত.