শিক্ষার্থীদের জল খাওয়া একান্ত প্রয়োজন, তার জন্য অনবদ্য উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ



Odd বাংলা ডেস্ক: কর্ণাটকের একটি স্কুল শিক্ষার্থীদের পানীয় জলের বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে। এক একটি পিরিয়ড শেষ হওয়ার পর যেমন ঘণ্টা পড়ে, তেমনই ছাত্রছাত্রীদের জল খাওয়ার কথা মনে করিয়ে দেওয়ার জন্য একটি আলাদা ঘণ্টার ব্যবস্থা চালু করল কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার উপ্পিনাঙ্গাডি জেলার ইন্দ্রপ্রস্থ স্কুলের কর্তৃপক্ষ। 

শরীর সুস্থ রাখতে গেলে বারবার জল খাওয়া খুবই দরকার, আর সেই জন্যই একটি আলাদা ঘণ্টার বন্দোবস্ত করা হয়েছে, যা ছাত্র-ছাত্রীদের জল খাওয়ার কথা মনে করিয়ে দেবে। প্রতিদিন যাতে পর্যাপ্ত পরিনমাণে জল পান করে শিক্ষার্থীরা সেই কারণে এই জলের বেল লাগানো হয়েছে বলে জানা গিয়েছে। 

স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জলের ঘণ্টাটি দিনে তিনবার বাজানো হয়, সকাল ১০.৩৫টায় একবার দুপুর ২টোয় একবার এবং বিকেলে একবার। শিক্ষার্থীরা প্রায়শই পেট ব্যথার কথা বলে ক্লাসের মাঝেই বেরিয়ে যেত। সেইকারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই পদ্ধতি অবলম্বনের পর থেকেই শিক্ষার্থীদের শারীরিক অসুস্থতা অনেকটাই কমে গিয়েছে বলে জানা গিয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.