হিন্দু দম্পতির বিয়ের জন্য নিজেদের অনুষ্ঠান স্থগিত রাখলেন মুসলিমরা


Odd বাংলা ডেস্ক: ধর্মনিরপেক্ষতার এক চরম নিদর্শন পাওয়া গেল কেরলে। কেরলের এক হিন্দু দম্পতির বিয়ের অনুষ্ঠান যাতে যথাযথভাবে সম্পন্ন হয়, সেইজন্য কোজিকোড জেলার একটি গ্রামের মুসলিমরা নবী মহম্মদের জন্মদিবস উদযাপন এক সপ্তাহের জন্য স্থগিত রাখলেন। 

এই আনন্দ উদযাপনের অংশ হিসাবে মুসলিমরা যে শোভাযাত্রার আয়োজন করে এবং বিভিন্ন দোকান দিয়ে থাকে সেগুলি মাথায় রেখেই মসজিদ কমিটির তরফে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে তাদের এই অনুষ্ঠান এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে বলে জানা গিয়েছে। 

প্রসঙ্গত, নববধূ প্রথ্যুসা নবী মহম্মদের জন্মদিবসের বিষয়টি জানত না এবং তার মধ্যেই সে বিয়ের অনুষ্ঠান স্থির করে ফেলে। তিনি তাঁর পরিবারের সঙ্গে মসজিদ সংলগ্ন এলাকাতেই বসবাস করতেন। তবে এই নিয়ে মসজিদ কর্তৃপক্ষের কাছে কনের পরিবারের তরফে কোনও আবেদন করার আগেই মসজিদের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখানেই শেষ নয়, মুসলিম সম্প্রদায়ের মানুষরা তাঁর বিয়েতে গিয়ে তাঁকে আশীর্বাদও করে এসেছেন। 
Blogger দ্বারা পরিচালিত.