বৃহস্পতিবার মা লক্ষ্মীর সামনে এই কাজগুলি করুন, তাহলেই হবে লক্ষ্মীলাভ


Odd বাংলা ডেস্ক: বাংলাতে বাঙালির ঘরে ঘরে বৃহস্পতিবার দিনটি লক্ষ্মীবার হিসাবে পালন করা হয়। লক্ষ্মীদেবীর কৃপা পেতে সব ঘরেই মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করে পুজো করার প্রচলন রয়েছে। তবে আপনি যদি চান যে লক্ষ্মীদেবীর কৃপাদৃষ্টি আপনার ওপর পড়ুক, তাহলে এই নিয়মগুলি মেনে চলুন। 

১) একটি মত অনুযায়ী, দেবী তুলসী হলেন মা লক্ষ্মীর এক রূপ। তাই বাড়িতে তুলসী গাছ থাকলে এবং সেখানে প্রতিদিন প্রদীপ জ্বালুন, দেবীর কৃপাদৃষ্টি বজায় থাকবে।

২) লাল, সাদা বা হলুদ রংয়ের একটি পরিষ্কার কাপড়ের মুড়িয়ে একটি রুপো কিংবা মাটির পাত্রের উপর রাখুন দক্ষিণাবর্ত শঙ্খ। এই শঙ্খের মধ্য দিয়েই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রবাহিত হয়।

৩) প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্রে গায়ত্রী মন্ত্র ১০৮ বার জপ করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। এই মন্ত্র জপ করার সময়ে ব্যবহার করুন পদ্মবীজের মালা।

৪) ঠাকুরঘরে বা ঠাকুরের সিংহাসনে কড়ি এবং শঙ্খ রাখা খুবই শুভ। এতে আপনার পরিবারের কল্যাণ হয়।

৫) প্রতিদিন মা লক্ষ্মীর প্রতিমা বা পটের সামনে দু'টি ঘিয়ের প্রদীপ জ্বালুন। সেইসঙ্গে পদ্মফুল, নারকেল ও ক্ষীরের নৈবেদ্য দিলে দেবী প্রসন্ন হন।
Blogger দ্বারা পরিচালিত.