কেমন যাবে বৃহস্পতিবার সারাদিন, জেনে নিন আজকের রাশিফল


Odd বাংলা ডেস্ক: জ্যোতিষ শাস্ত্র মতে ভাগ্য পরিবর্তন হয় রাশিফল অনুযায়ী। জন্ম সময়কে হিসাব করে নির্ধারন করা হয় গ্রহের অবস্থান। আর সেই অবস্থান অনুযায়ী হয় রাশিফল নির্ধারন। গ্রহের অবস্থানের পরিবর্তনের ফলে পরিবর্তন হয় আমাদের ভাগ্য। এই বিশ্বের সকল মানুষের রাশি আলাদা আলাদা হয়ে থাকে। জেনে নিন রাশি অনুযায়ী আজ আপনার দিনটি কেমন যাবে।

মেষ রাশি -আপনি যদি মেষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।

বৃষ রাশি-আপনি যদি বৃষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে ব্যবসায়িক দিক ভালো থাকবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অপরের প্রতি সদাচরণ করুন।

মিথুন রাশি -আপনি যদি মিথুন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়বে। কর্মস্থলে সহকর্মীদের কেউ শত্রুতা করতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।


কর্কট রাশি -আপনি যদি কর্কট রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেণ। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের সাফল্যে আনন্দবোধ করতে পারেন।

সিংহ রাশি -আপনি যদি সিংহ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে প্রয়োজনে আত্মীয়দের সহযোগিতা পেতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। যানবাহন কেনাকাটা হতে পারে। অতিরিক্ত উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।

কন্যা রাশি -আপনি যদি কন্যা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। আপনার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। 

তুলা রাশি-আপনি যদি তুলা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে অধীনস্থদের কাজে লাগানো সহজ হতে পারে। মূল্যবোধ সমুন্নত থাকবে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। আজ কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দিতে হতে পারে।

বৃশ্চিক রাশি-আপনি যদি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে নিজস্ব পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা বাড়তে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসাক্ষেত্রে নিজের আধিপত্য বজায় রাখতে পারবেন।

ধনু রাশি -আপনি যদি ধনু রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারপ হতে পারে। আইনগত কোনো ঝামেলায় ভুগতে পারেন। ব্যয় বাড়তে পারে। অকারণ ব্যয় পরিহার করুন।

মকর রাশি-আপনি যদি মকর রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে শ্রমিক নেতাদের জন্য দিনটি অনুকূল থাকবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

কুম্ভ রাশি-আপনি যদি কুম্ভ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কর্মস্থলে প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।

মীন রাশি -আপনি যদি মীন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
Blogger দ্বারা পরিচালিত.