কালজয়ী এই ছবির হাত ধরে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
Odd বাংলা ডেস্ক: নভেম্বর মাসটা কলকাতার সিনেমাপ্রেমীদের জন্য খুবই ভাল সময়। কারণ আর কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি।
প্রতি বছরের মতো এবছরেও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হবে। একটি স্থানীয় সংবাদ সূত্রের খবর অনুসারে অন্যান্যবারের মতো এই বছরও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান। প্রসঙ্গত, এবার ২৫ তম বছরে পা দিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৮ নভেম্বর এবং তা শেষ হবে ১৫ নভেম্বর। এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ২১৪টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি, ১৫২টি শর্ট ফিল্ম এবং তথ্যচিত্র। ৭৬টি দেশের সিনেমা এবার জায়গা পেতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
চলচ্চিত্র উৎসব শুরু হবে সত্যজিত্ রায়ের কালজয়ী ছবি 'গুপী গাইন বাঘা বাইন' দিয়ে। ছবিটি এইবছর ৫০ বছর পূর্ণ করল। আর সেইকারণেই এবারের চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে এই ছবির হাত ধরে।
Post a Comment