গুরুতর অসুস্থ সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, ভর্তি করা হল মুম্বইের হাসপাতালে
Odd বাংলা ডেস্ক: গুরুতর অসুস্থ সুরের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর । সোমবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার আচমকাই অবণতি ঘটতে থাকে, যার ফলে তাঁকে এদিন তড়িঘড়ি ভর্তি করা হয় মুম্বইয়ের একটি হাসপাতালে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, বর্ষীয়ান এই শিল্পী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। যার জন্য এদিন তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় মুম্বইয়ের ব্রেচ ক্যান্ডি হাসপাতালে।
প্রসঙ্গত ৯০ বছরের এই বর্ষীয়ান শিল্পীকে নিয়ে গত বছর ডিসেম্বরে একটি গুজব ছড়িয়েছিল যে, তিনি
গুরুতর অসুস্থ এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে লতা মঙ্গেশকর নিজেই একটি টুইট করে এই গুজবের বিষয়ে মুখ খোলেন। সেইবার তিনি টুইট করে লিখেছিলেন যে বা যারা তাঁর অসুস্থতার বিষয়ে ভুয়ো খবর রটাচ্ছে তাঁদের বিশ্বাস না করতে, এবং তিনি সুস্থ রয়েছেন।শেষ পাওয়া খবর অনুসারে তাঁর অবস্থা এখন স্থিতিশীল। চলছে তাঁর চিকিৎসা।
Post a Comment