এক্সট্রা নয় JIO -তে শুধু রিচার্জ করেই পান প্রচুর টকটাইম
Odd বাংলা ডেস্ক: দীপাবলির আগে জিও-র সেরা ধামাকা এই প্রিপেড প্ল্যান অল ইন ওয়ান। মাত্র একটা রিচার্জেই সব রকম সুবিধা এসে যাবে হাতের মুঠোয়। এখন জিও থেকে অন্য নেটওয়ার্কে কথা বলতে গেলে মিনিটে ৬ পয়সা করে আইইউসি চার্জ দিতে হয়। সেটা নিয়ে আপত্তিও রয়েছে বিস্তর। সেই সমস্যা মেটাতেই অল-ইন ওয়ান প্ল্যান। এই অল-ইন ওয়ান রিচার্জের মজা হল সবচেয়ে কম ২২২ টাকা রিচার্জ করাতে হবে। যার ভ্যালিডিটি ২৮ দিন। সুবিধা হল প্রতিদিন ২ জিবি ডেটা, জিও থেকে জিও-তে আনলিমিটেড কলের সুবিধা এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট ফ্রি কলের সুবিধা। সুবিধা আরও আছে। যেমন ২২২ টাকার সঙ্গে যদি ১১১ টাকা যোগ করে রিচার্জ করেন, অর্থাৎ ৩৩৩ টাকার রিচার্জ করলে ৫৬ দিনের জন্য প্রতি দিন ২ জিবি করে ডেটা পাবেন। সেই সঙ্গে জিও থেকে জিও-তে আনলিমিটেড কলের সুবিধা তো আছেই। উপরি পাওনা জিও থেকে অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট ফ্রি কলের সুবিধা। প্রতিবার অতিরিক্ত ১১১ টাকা করে যোগ করে রিচার্য করতে থাকলে ডেটার সময়সীমাও বাড়বে। যেমন ধরুন ৪৪৪ টাকার রিচার্জ করালে ৮৪ দিনের জন্য ওই একই সুবিধা পাওয়া যাবে। ৫৫৫ টাকার রিচার্জ করলে বাকি সুবিধা একই, তবে জিও থেকে অন্য নেটওয়ার্কে অতিরিক্ত ৩০০০ মিনিট ফ্রি কলের সুবিধা পাওয়া যাবে।
Post a Comment