সারা দেশের গর্ব, ইনিই হলেন ভারতীয় নৌবাহিনির প্রথম মহিলা পাইলট


Odd বাংলা ডেস্ক: বিহারের মুজঃফরপুরের মেয়ে শিবাঙ্গী এবার ইতিহাস গড়ার পথে। কারণ তিনিই হতে চলেছেন ভারতীয় নৌবাহিনীতে যোগদানকারী প্রথম ভারতীয় মহিলা। প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, আগামী ২ ডিসেম্বর তারিখে কোচিতে তিনি একজন লেফটেন্যান্ট হিসাবে নৌবাহিনীতে যোগ দিতে চলেছেন। প্রসঙ্গত, তার ঠিক দুদিন পরে অর্থাৎ ৪ ডিসেম্বর দিনটি নৌদিবস হিসাবে পালন করা হয়। 

সূত্রের খবর, শিবাঙ্গী কোচিতে তাঁর অপারেশনাল প্রশিক্ষণ শেষ করে নৌ-অভিযানে যোগ দেবেন। আর এইভাবেই তিনি হতে চলেছেন প্রথম ভারতীয় মহিলা,যিনি নৌবাহিনীর পাইলট হিসবে যোগ দিতে চলেছেন। বিহারের মজফরপুরের বাসিন্দা শিবাঙ্গী মজঃফরপুরের ডিএভি পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেন। শিবাঙ্গী এজিমালার ভারতীয় নৌ একাডেমির ২৭ এনওসি কোর্সের অংশ হিসাবে ভারতীয় নৌবাহিনীর এসএসসি পাইলট হিসাবে যোগদান করেছিলেন। এরপর ২০১৮ সালের জুন মাসে তিনি আনুষ্ঠানিকভাবে ভাইস অ্যাডমিরাল এ কে চাওলার দ্বারা কমিশন পেয়েছিলেন।  

ভারতীয় নৌবাহিনীর বিমান চলাচল শাখায় বিমান ও ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মকর্তা হিসাবে যোগাযোগ ও সমরাস্ত্রের জন্য কাজ করা মহিলাদের মধ্যে, এনিই প্রথম কোনও মহিলা, যিনি প্রথম ককপিটে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। অসামান্য এই সাফল্যের পর শিবাঙ্গী আগামী ২ ডিসেম্বর ডরনিয়ার বিমান উড়ানোর অনুমোদন পাবেন। বর্তমানে তিনি দক্ষিণ নেভাল কমান্ডে প্রশিক্ষণ নিচ্ছেন। লেফটেন্যান্ট শিবাঙ্গীর জন্য গর্বিত সমগ্র দেশ। 
Blogger দ্বারা পরিচালিত.