এত দিনের সুখ-দুঃখ ভার, ফেলে রেখে দিয়ে গেলে কোলেতে আমার


Odd বাংলা ডেস্ক: অমর্ত্য সেনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে মনোকষ্টে ভুগতেন তিনি। কিন্তু জীবনযুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। প্রাক্তন স্ত্রীয়ের মৃত্যুতে অমর্ত্য সেন আরও বলেছেন, “নরম স্বভাবের মানুষ ছিলেন নবনীতা। ওর অভাব অনুভুত হবে। ওর সঙ্গে দেখা করতে পারলে ভাল হত। কিন্তু কাকে দেখতে যাব? যাকে দেখতে যাব, সেই তো আর নেই।

প্রাক্তন স্ত্রী-প্রখ্যাত সাহিত্যিক নবনীতা দেবসেন আর নেই ৷ ভারতীয় সময় সন্ধে ৭.৩৫-এ সকলকে ছেড়ে পরলোক পাড়ি দিয়েছেন তিনি ৷ একটা দীর্ঘশ্বাস, বহু ধুলো পড়ে যাওয়া স্মৃতি এক ঝলকে ভেসে এল চোখের সামনে ৷ ভারাক্রান্ত গলায় ঘনিষ্ঠমহলে বললেন, ‘কি হবে আর কলকাতায় ফিরে! ১৯৬০ সালে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রখ্যাত সাহিত্যিক নবনীতা দেবসেন ৷ তবে দুজনেই ১৬ বছরের দাম্পত্যে ইতি টানেন ১৯৭৬ সালে ৷ সাংবাদিক-সম্পাদক অন্তরা ও অভিনেত্রী-সমাজকর্মী নন্দনা দেবসেন তাদের কন্যা ৷
Blogger দ্বারা পরিচালিত.