বিমানের ওপর পড়ল বাজ, ক্রাইস্টচার্চে আতঙ্ক


Odd বাংলা ডেস্ক: আবহাওয়া দফতর আগেই জারি করেছিল সতর্কতা ৷ এমনকী দেশ জুড়ে চলছিল রেড অ্যালার্ট ৷ বিমান বন্দরের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ঝড় না থামা পর্যন্ত কোনও বিমান আকাশে উড়বে না৷ তবুও কি আর বিপদকে আটকানো যায়? গেলও না ৷ চোখের সামনে বিমানচালক যা দৃশ্য দেখলেন, তা এখনও যেন ভুলতে পারেননি ! আর সেই ছবি নিজের ক্যামেরাতে বন্দি করার পর, একেবারে ভাইরাল ? ব্যাপারটা খোলসা করে বলা যাক বরং ৷ নিউ জিল্যান্ডের ক্রিস্টচার্চ বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল এমিরেটস সংস্থার একটি এয়ারবাস ৷ এয়ারলাইন্সের তরফ থেকে জানানো হয়েছিল, ঝড়ের পরে বিমানটি উড়বে সেটাই ঠিক ছিল ৷ বিমানকর্মীরা বিমানবন্দরেই অপেক্ষা করছিলেন ঝড়টা থামার জন্য ৷ ঠিক এই সময়ই তুমুল আওয়াজ, চোখ ধাঁধানো বিদ্যুতের ঝলকানি ! বিমানের গায়ে এসে আছড়ে পড়ল বাজ ! চমকে উঠলেন সবাই৷ সেই মুহূর্তের ছবিটি টুক করে ক্যামেরা বন্দি করেছিলেন বিমানচালক ৷ আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ার হাত ধরে ভাইরাল ৷
Blogger দ্বারা পরিচালিত.