প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইরান, নিহত ২, আহত অন্তত ১২০


Odd বাংলা ডেস্ক: শুক্রবার ভোর রাতে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পের জেরে ইতিমধ্যেই ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আহত হয়েছেন প্রায় ১২০ জন। প্রসঙ্গত এর ঠিক দুদিন আগেই বুধবারে ফের ভূকম্পন অনুভূত হয়েছিল ইরানে। সেবার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৪। 

ইরানের ভূমিকম্প কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের তরবিজ থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরত্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল, যেখানে স্থানীয় সময় ভোর রাত ২.১৭ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি মাঝারি ধরণের হলেও এর পাঁচবার আফটার শক অনুভূত হয়েছে বলে খবর। 

সূত্রের খবর ইতিমধ্যেই উদ্ধারকারীরা উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতখানি তা এখনই বলা যাচ্ছে না। মার্কিন জিওলজিক্যাল সার্ভে বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি কেবল ১০ কিলোমিটার গভীরে ছিল। এমন অগভীর ভূমিকম্প বেশি ক্ষয়ক্ষতির কারণ। ইরান খুবই ভুমিকম্প প্রবণ। গত দুই সপ্তাহে সেখানে এই নিয়ে মোট চারবার ভূমিকম্প অনুভূত হল। 
Blogger দ্বারা পরিচালিত.