পুলিশ টাকা তোলে, বলছেন তৃণমূল নেত্রী নিজেই || VIDEO


Odd বাংলা ডেস্ক: ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আউশগ্রাম থানার অন্তর্গত গুসকড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা অফিসার স্নেহময় চক্রবর্তীকে দেদার শাসাচ্ছেন মল্লিকাদেবী। কী বলছেন? বলছেন, “আপনি সিপিএম আর বিজেপির দালাল। আপনি গুসকড়ায় তৃণমূলের শত্রু। আপনি স্নেহময় নন। আপনি দাবাং। পারলে আমায় কেস দিন। আপনাকে একটা নেতা পুষে রেখে দিয়েছে। আপনাকে কেষ্ট মণ্ডল পুষে রেখেছে বলে আপনার এত বাড়বাড়ন্ত।”
কালীপুজোয় জুয়া খেলাকে কেন্দ্র করে এলাকায় একটি বচসার ঘটনা থেকে গণ্ডগোল হয় গত মঙ্গলবার। সেই খবর পেয়ে ওই এলাকায় যান স্নেহময় চক্রবর্তী। তখনই তাঁকে অনুগামীদের নিয়ে ঘিরে ধরে ডাকাবুকো তৃণমূলনেত্রী হিসেবে পরিচিত মল্লিকা চোঙদার হুমকি দেন বলে অভিযোগ।
ঘটনার দিন রাতের সেই ভাইরাল ভিডিও
Blogger দ্বারা পরিচালিত.