সারাদিন অযোধ্যা নিয়ে নির্বাক থাকার পর অবশেষে লিখলেন কবিতা


Odd বাংলা ডেস্ক: সকাল থেকে তিনিও যেমন কথা বলেন নি। তেমন কথা বলেনি তাঁর দলের নেতারা। শনিবার অযোধ্যা মামলার রায় ঘোষণার পর দেখা গেল তৃণমূলের নেতারা কথা রেখেছেন। কেউ কোনও মন্তব্য করেননি। তবে তাৎপর্যপূর্ণ হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই এ ব্যাপারে মুখ খোলেননি। দিনের শেষে দেখা গেল, দিদি একটা কবিতা লিখে সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাতে ‘অযোধ্যা’, ‘বাবরি মসজিদ’, ‘সুপ্রিম কোর্ট’ এ সব কোনও শব্দের উল্লেখ নেই। কবিতায় মোদ্দা একটা কথা বলা হয়েছে, তা হল—“অনেক সময় কথা না বলেও অনেক কথা বলা যায়”।

Blogger দ্বারা পরিচালিত.