গত ২৫ বছরে বিয়ে করেছেন ৬০বার, অবশেষ ঠাঁই হল শ্রীঘরে
Odd বাংলা ডেস্ক: বিয়ে অনেকটা দিল্লির লাড্ডু, যে খায় সে পস্তায়, যে না খায় সেও পস্তায়- এই কথা কিন্তু বহুল প্রচলিত। কিন্তু একবার এই দিল্লির লাড্ডু খাওয়ার পর মনে হয় না আর কেউ সাধ করে দ্বিতীয়বার এই লাড্ডু খেতে চাইবে। কিন্তু এই ব্যক্তি একবার দুবার নয়, গত ২৫ বছর ধরে প্রায় ৬০ বার বিয়ে করছেন এক ব্যক্তি।
বাংলাদেশের জামালপুর জেলার গোয়ালচর ইউনিয়নের শোভরচর গ্রামের আবু বাকের নামে এক ব্যক্তিকে এই অভিযোগেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিজের এলাকায় সে 'বেকার শিক্ষক' নামে পরিচিত। জানা গিয়েছে, তিনি প্রথম বিয়ে করেন ২০ বছর বয়সে। আর বর্তমানে তাঁর বয়স ৪৫। আর এই বয়সে এসে এখনও পর্যন্ত তিনি ৬০ বার বিয়ে করেছে বলে জানিয়েছে পুলিশ।
বারংবার তিনি ভুয়ো পরিচয়পত্র, অবিবাহিত বা কখনও বিপত্নীক দাবি করে একের পর বিয়ে করে গিয়েছন ওই ব্যক্তি। এদিন তাঁর ৬০তম স্ত্রী রোজি খানুম থানায় এসে তাঁর নামে অভিয়োগ দায়ের করেন। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। চলতি বছরে অগাস্ট মাসে রোজির সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর তাঁর বাবার কাছ থেকে যৌতুক হিসাবে ২ লক্ষ টাকা দাবি করেন আবু। কিন্তু তার বাবা রাজি না হওয়ায় সেখান থেকে ৮০,০০০ টাকা নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি।
এরপর তদন্ত করে পুলিশ জানতে পারে যে, ৬০বার বিয়ে করলেও তাঁর সন্তান কেবল সাতজন। আরও জানা গিয়েছে কেবলমাত্র অর্থের লোভে বিয়ে করত সে এবং প্রয়োজন মিটলেই তালাক দিয়ে দিত। কিন্তু এত কিছুর পরে অবশেষে থামতে হল তাকে। এখন তার আশ্রয় শ্রীঘর।
আরও পড়ুন- পায়ে ২০টি ও হাতে ১৪টি আঙুল তাঁর, ডাইনির অপবাদ মাথায় নিয়েই চার দেওয়ালের মধ্যে জীবন কাটাচ্ছেন এই বৃদ্ধা
আরও পড়ুন- পায়ে ২০টি ও হাতে ১৪টি আঙুল তাঁর, ডাইনির অপবাদ মাথায় নিয়েই চার দেওয়ালের মধ্যে জীবন কাটাচ্ছেন এই বৃদ্ধা
Post a Comment