নিজের মা, বোন, বৌদিকে মদের নেশায় যুবক রোজ ধর্ষণ করত, অবশেষে


Odd বাংলা ডেস্ক: নিস্তার নেই কারো৷ পরিবারের সব মহিলা সদস্যইকে নিগৃহীত হতে হত যুবকের কাছে ৷ সহ্যের বাঁধ ভেঙে যায় একদিন ৷ তারপর যা হয়। এক মর্মান্তিক ঘটনা সামনে আসে -হঠাৎই এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ যুবকের লাশের পোস্টমর্টেম করে পাওয়া যায় চারজন মিলে যুবককে হত্যা করেছে ৷  যুবকের মৃত্যুর তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে যে চারজন মিলে মেরেছে তারা হল ছেলেটির বাবা-মা- মেয়ে-বৌদি ৷ পুলিশি জেরার মুখে ছেলের নোংরা সত্যি বলতে বাধ্য হন ৷ নিহতের বাবা জানিয়েছেন লম্বা সময় ধরে তাঁরা ছেলের অত্যাচার সয়ে এসেছেন ৷ ছেলে রোজ রাতে মদ্যপ অবস্থায় এসে মা-বোন -বৌদি কাউকেই ছাড়ত না সে ৷ লাগাতার চলত রেপ ৷ রোজ রোজ এই নরক যন্ত্রণা আর সহ্য করতে পারছিলেন তাই গোটা পরিবার এক হয়ে ছেলেকে মেরে ফেলেন ৷ মধ্যপ্রদেশের দাতিয়া জেলার সাব ডিভিশানাল অফিসার অফ পুলিশ গীত ভরদ্বাজ এই খবর জানিয়েছেন ৷
Blogger দ্বারা পরিচালিত.