প্রয়াত ২৬/১১ হামলায় অন্যতম সন্ত্রাস দমনকারী পুলিশ ইন্সপেক্টর, শোকের ছায়া পুলিশ মহলে


Odd বাংলা ডেস্ক: মুম্বইয়ে ২৬/১১ হামলার সময়ে অ্যান্টি টেরর অপারেশনের এক অন্যতম নাম ছিলেন পুলিশ ইন্সেপেক্টর নীতিন কাকডে। অসাধারণ সাহসিকতার জন্য একাধিক সম্মানেও ভূষিত হন তিনি। কিন্তু বৃহস্পতিবার সকালে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই বীর পুলিশ ইন্সপেক্টরের। 

এদিন সকালে মুম্বইয়ের মেরিন ড্রাইভে ম্যারাথন দৌড় অনুশীলন করার সময়ে আচমকাই অজ্ঞান হয়ে পড়ে যান ইন্সপেক্টর কাকডে। এরপর তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বম্বে হাসপাতালে, সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পোস্ট মর্টেমের পর তাঁর দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর পরিবারে তাঁর স্ত্রী ছাড়াও আরও তিন সন্তান রয়েচে বলে জানা গিয়েছে। 

সূত্রের খবর, দৌড়ি বিশেষ পারদর্শী ছিলেন ইন্সপেক্টর কাকডে। এর আগে পাঁচটি মুম্বই ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিনি। ২০২০ সালের জানুয়ারির ম্যারাথনে অংশ নেওয়ার জন্যই অনুশীলনন করছিলেন তিনি। তাঁর সহকর্মীরা জানিয়েছেন, প্রতিদিন সকালেই তিনি দীর্ঘক্ষণ ধরে অনুশীলন করতেন এবং শারীরিক দিক থেকেও তিনি খুবই সুস্থ-সবল ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে। 
Blogger দ্বারা পরিচালিত.