জোড়ালো ভুমিকম্পে কেঁপে উঠল সারা দেশ, মৃত ২০ জন, আহত ৬০০-রও বেশি


Odd বাংলা ডেস্ক: মঙ্গলবার ভোরবেলা আলবেনিয়ায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়, যার জেরে প্রাণ হারিয়েছেন ২০ জন মানুষ, পাশাপাশি প্রায় ৬০০ মানুষ গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। 

সমগ্র দক্ষিণ বলকান জুড়ে অনুভূত হয় এই কম্পন।  ভূমিপম্পের পর একাধিক আফটার শকও অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। এবং সেই আফটার শকগুলি একইভাবে শক্তিশালী ছিল। জানা গিয়েছে ভোরবেলা আচমকা যখন ভূমিকম্প হয় তখন সংশ্লিষ্ট হোটেল ও অ্যাপার্টমেন্ট-এর লোকজন ঘুমিয়েছিলেন। ভূকম্পের পর উদ্ধারকার্যে নামে বিপর্যয় মোকাবিলা পর্ষদ। তারা যথা সম্ভব চেষ্টা করে ধ্বংসস্তূপের মধ্যে থেকে আহতদের বের করে আনার চেষ্টা করছেন। তবে ধ্বংসস্তূপে এখনও অনেক মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। 

বহু আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। এই মর্মান্তির প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এতগুলি মানুষের প্রাণ হারানোর ফলে সরকারের তরফে বুধবারদিন রাষ্ট্রীয় শোকদিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। বিভিন্ন সরকারি দফতরে পতাকা অর্ধনমিত ছিল। বৃহস্পতি ও শুক্রবার রাষ্ট্রীয় ছুটি থাকার জন্য স্কুলগুলি সোমবার পর্যন্ত বন্ধ রাখা হবে বলেও ঘোষণা করা হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.